গল্প নই সত্যি : বাংলাদেশের গর্বের গার্মেন্ট শিল্প
Wednesday, July 3, 2013
/
2
Comments
গত ৩৫ বছরে বাংলাদেশের গার্মেন্ট শিল্প যতটা সুনাম অর্জন করেছে, দুর্নামও তার চেয়ে কম করেনি। নিম্নমানের শ্রম পরিবেশ ও শ্রমিক শোষণের পাশাপাশি স্পেকট্রাম, তাজরীন, রানা প্লাজা দুর্ঘটনা 'মেড ইন বাংলাদেশ' লেবেলকে বিশ্ববাজারে পরিণত করেছে 'রক্তে ভেজা' লেবেলে। সবশেষে 'জাতীয় লজ্জা' হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জিএসপি স্থগিতের ঘটনা। তার পরও সর্বোচ্চ রপ্তানি আয়ের এই খাতে লুকিয়ে আছে এমন সব গল্প, যা সত্যিই গর্বের। এসব গল্প ইউরোপ-আমেরিকার সংবাদপত্রে লেখা হয় না। এমনই কিছু গল্প আজ তুলে ধরা হলো। প্রতিবেদনগুলো তৈরি করেছেন রাজীব আহমেদ
শুরু ১৯৭৮ সালে। ওই বছর ফ্রান্সে ১০ হাজার শার্ট রপ্তানি করে বাংলাদেশ পেয়েছিল ১৩ মিলিয়ন ফ্রাঁ। এর পরের ইতিহাস শুধু সামনে এগোনোর। সাড়ে তিন দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত বছরে ২০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের শিল্পে পরিণত হয়েছে। পরিধেয় পোশাকে 'মেড ইন বাংলাদেশ' লেখা দেখে এ দেশের সঙ্গে পরিচিত হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর নাগরিকরা।
শুরু ১৯৭৮ সালে। ওই বছর ফ্রান্সে ১০ হাজার শার্ট রপ্তানি করে বাংলাদেশ পেয়েছিল ১৩ মিলিয়ন ফ্রাঁ। এর পরের ইতিহাস শুধু সামনে এগোনোর। সাড়ে তিন দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত বছরে ২০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের শিল্পে পরিণত হয়েছে। পরিধেয় পোশাকে 'মেড ইন বাংলাদেশ' লেখা দেখে এ দেশের সঙ্গে পরিচিত হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর নাগরিকরা।