জানা - অজানা দুনিয়া
(১) জিরাফ কিন্তু সাতার জানে না ।(২) অনিচ্ছাকৃ্ত ভাবে যখন আপনার হাত থেকে একটি গ্লাস ফসকে পড়ে গিয়ে ভেঙ্গে গ্লাস ভাঙ্গার সময় কাচের টুকরোগুলোর গতি হয়ে যায় তিন হাজার মাইল!
(৩) আমাদের ঘামের রঙ কি তা কি আপনি কি জানে আমি তো জানি না, কিছুটা কনফিউসড,কিন্তু জলহস্তির ঘাম লাল রঙের !!!
(৪) গড়ে একজন মানুষ একদিনে চার হাজার ৮০০ শব্দ বলে ।
(৫) আমাদের এ গ্রহে সবচেয়ে বড় মগজ কার জানেন কি ? স্পার্ম তিমির ।
(৬) আজব হলেও সত্যি যে – রাতে ঘুমানোর সময় আপনার উচ্চতা বেড়ে যায় আট মিলিমিটার বা দশমিক তিন ইঞ্চি ! পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আবার আগের আকৃতি চলে আসে !!!
(৭) প্রতি ২৫ মাইলে একেকটি গাড়ি প্রতি আধা কেজি বর্জ্য বের করে ।
(৮) তেলাপোকা সেকেন্ডে বার গতিপথ বদলাতে পারে । আর এ জন্যই ওরা দুনিয়ার সেরা ক্ষিপ্র প্রানী ।
No Comment to " জানা - অজানা দুনিয়া "