Health Tips : ভাল থাকুন
√ ব্রাশ করলেই সুস্থ দাঁত→ মুখের স্বাস্থ্যের বিষয়ে বাড়ছে সচেতনতা। কেমন করে রক্ষা করবেন মুখ ও দাঁতের সৌন্দর্য। নিয়মিত ব্রাশ করলেই কি দাঁত সুস্থ, সুন্দর রাখা যায়? দাঁত ব্রাশের সঙ্গে আছে আরও কিছু টুকিটাকি যত্ন।
√ কোমল পানীয় নয়:
কোমল পানীয় দাঁতে খুব সহজেই দাগ ফেলে দেয়।আর দাঁতের সুরক্ষা দেয় যে এনামেল, তারও ব্যাপক ক্ষতি সাধন করে।
√ স্ট্র ব্যবহার:
কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, কিংবা কৃত্রিম জুসে থাকে সাইট্রিক ও ফসফরিক অ্যাসিড। এগুলো দ্রুত ক্ষয় করে এনামেল। স্ট্র ব্যবহারে ক্ষতি কিছুটা এড়ানো যায়।
√ ভিটামিন সি:
কমলা, লেবু,জাম্বুরা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি বেশি খেলে ভালো থাকবে মাড়ি।
√ বেশি করে আপেল আর গাজর:
আপেলকে বলা হয় প্রাকৃতিক টুথব্রাশ। খাবার শেষে একটি আপেল খেতে পারেন।গাজরেও আছে দাঁত পরিষ্কারের প্রাকৃতিক ক্ষমতা।
√ সবুজ চা (গ্রিন টি):
সবুজ চায়ে থাকে পলিফেনল, অ্যান্টি অক্সিডেন্ট। উপাদান দুটি দাঁতের গায়ে দন্তমল (প্ল্যাক)জমতে বাধা দেয়। এছাড়া গ্রিন
টি মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়ক।
No Comment to " Health Tips : ভাল থাকুন "