ফটোশপে চুলের প্রত্যেকটা অংশ নিখুত রেখে পিকচার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন মাত্র ৩০ সেকেন্ডে
এই টিউটোরিয়াল এ আমি দেখাবো কিভাবে চুলের প্রত্যেকটা অংশ নিখুত রেখে পিকচার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় মাত্র ৩০ সেকেন্ড এ। এইটা অনেকে অনেক কঠিন ভাবে করে থাকেন, আমি মাত্র ৩ টা স্টেপ এ করে দেখাবো, শুধু মাত্র ৩ টা স্টেপ এ ৫ টা ক্লিক করে ৩০ সেকেন্ড এ এই কাজটি করতে পারবেন। যারা ফ্র্রীলান্চিং এর কাজ করে থাকেন, তাদের জন্যে এই প্রজেক্ট টা অত্যান্ত জরুরি। জিনিস টা সহজ হলেও অনেকের অজ্ঞতা বসত কারণে প্রজেক্ট হাত ছাড়া হয়ে যায়, কিংবা অনেকেই এইটা পারলেও অনেক সময় নেয়। এইবার শুরু করা যাক…
Step 1: আপনি যে ছবিটি এডিট করবেন ওইটা ফটোশপে ওপেন করুন।
Step 2: এবার Ctrl+Alt+X একসাথে চাপুন। যতটুকু অংশ কাটতে চান আতটুকু মার্ক করে নিন।
Step 3: এখন G চেপে যতটুকু ফীল করা দরকার আতটুকু ফীল করুন।
Step 4: এবার Ok চাপুন।
Step 5: এবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাইলে MOVE Tool (V) ব্যাবহার করে অন্য একটি ছবি ফটোশপে ওপেন করে মার্ক করা ছবি টি টেনে নতুন ওপেন করা ছবি তে নিয়ে আসুন।
Step 5: এবার দেখুন আপনার মনের মত হয়েছে কিনা?? না হলে এখন তো বুঝে গিয়েছেন কেমনে করতে হই । হাহা!! এখন নিজে বাকী কাজটা করে নিন ।
via kaj hoy na to.. select korte lparce na..
ReplyDeleteকোন জাইগাটাতে(Step) পারছেন না??
Delete"Ctrl+Alt+X" এর কাজ এর পর "G" চাপলে টুল পালটে যাবে। তখন যেই জাইগাটুকু সিলেক্ট করেছেন তার ভিতরের ফাঁকা জাইগাটার যে কোন ১ জাইগাই ক্লিক করেন। তখন দেখবেন Step 3 এর ছবিটার মত হবে। তারপর "OK" চাপলে কাজ শেষ।