News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category " ফটোশপ টিউটোরিয়াল "

Write Bangla on Photoshop Using Avro Keyboard

Thursday, July 25, 2013 / 1 Comment
আভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখতে গেলে আ-কার,ই-কার ইত্যাদি উলটা পাল্টা হয়ে যাই। আসুন ঐ সমস্যার সমাধান করি খুবই সহজে।

Step 1:
আভ্র কীবোর্ডের "অ" লিখা আইকনে ক্লিক করুন তারপর "Option" এ যান।
















Step 2:

তারপর "Global Output" এ গিয়ে "Output as ANSI (Experimental)" এ সিলেক্ট করে দিন। তারপর একটি "Pop Up" আসবে পাশে দেখুন। ঐটাই "Use ANSI anyway" অপশনে ক্লিক করে "Ok" চাপুন। তারপর ফটোশপে যান।
Step 3:
ফটোশপে "Text" টুল সিলেক্ট করে তারপর বাংলা ফন্ট সিলেক্ট করুন। আমি "Siyam Rupali ANSI" ব্যাবহার করেছি।
এইবার লিখুন বাংলা কোন সমস্যা ছাড়া।

বাংলা লিখার কাজ শেষ হলে আগের মতো করে দিন।

আর কোন সমস্যা দেখা দিলে কমেন্ট করে জানান।

ফটোশপে তৈরী করুন একটি আকর্ষনীয় প্যার্টান

Monday, June 17, 2013 / No Comments
অনেকে ফটোশপ ওপেন করে নতুন নতুন কিছু এমনিতে করতে চান। আজকে তেমনি একটি এমনি বসে ৫ মিনিটের কাজ করবো। চলেন তাহলে শুরু করা যাক ।
 প্রথমে ফটোশপে একটি নতুন ডকুমেন্ট খুলুন :
অনেকে ফটোশপ ওপেন করে নতুন নতুন কিছু এমনিতে করতে চান। আজকে তেমনি একটি এমনি বসে ৫ মিনিটের কাজ করবো। চলেন তাহলে শুরু করা যাক ।  প্রথমে ফটোশপে একটি নতুন ডকুমেন্ট খুলুন :

ফটোশপে ম্যাকআপ করুন নিজের ইচ্ছা মতো ।

Sunday, June 16, 2013 / No Comments

ফটোশপে ম্যাকআপ বিহীন ন্যাচারাল একটি ছবিকে সাজিকে তুলুন আপনার ইচ্ছামত সাজে।
মেক আপ বিহীন ন্যাচারাল একটি ছবিকে সাজিকে তুলুন আপনার ইচ্ছামত সাজে।
প্রথমে আপনি যে ছবিটি এডিট করবেন ওইটা ওপেন করুন। প্রথমে আমরা স্কিনটা সফট করবো . এই এফেক্টের জন্য duplicate layer নিয়ে Filter > Blur > Gaussian Blur খুলে তারপরের নির্দেশনা :

ফটোশপে চুলের প্রত্যেকটা অংশ নিখুত রেখে পিকচার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন মাত্র ৩০ সেকেন্ডে

/ 2 Comments
এই টিউটোরিয়াল এ আমি দেখাবো কিভাবে চুলের প্রত্যেকটা অংশ নিখুত রেখে পিকচার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় মাত্র ৩০ সেকেন্ড এ। এইটা অনেকে অনেক কঠিন ভাবে করে থাকেন, আমি মাত্র ৩ টা স্টেপ এ করে দেখাবো, শুধু মাত্র ৩ টা স্টেপ এ ৫ টা ক্লিক করে ৩০ সেকেন্ড এ এই কাজটি করতে পারবেন। যারা ফ্র্রীলান্চিং এর কাজ করে থাকেন, তাদের জন্যে এই প্রজেক্ট টা অত্যান্ত জরুরি। জিনিস টা সহজ হলেও অনেকের অজ্ঞতা বসত কারণে প্রজেক্ট হাত ছাড়া হয়ে যায়, কিংবা অনেকেই এইটা পারলেও অনেক সময় নেয়। এইবার শুরু করা যাক
Photoshop Hire Background Change Step 1
Step 1: আপনি যে ছবিটি এডিট করবেন ওইটা ফটোশপে ওপেন করুন।