Write Bangla on Photoshop Using Avro Keyboard
Thursday, July 25, 2013
/
1
Comment
আভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখতে গেলে আ-কার,ই-কার ইত্যাদি উলটা পাল্টা হয়ে যাই। আসুন ঐ সমস্যার সমাধান করি খুবই সহজে।
তারপর "Global Output" এ গিয়ে "Output as ANSI (Experimental)" এ সিলেক্ট করে দিন। তারপর একটি "Pop Up" আসবে পাশে দেখুন। ঐটাই "Use ANSI anyway" অপশনে ক্লিক করে "Ok" চাপুন। তারপর ফটোশপে যান।
Step 3:
ফটোশপে "Text" টুল সিলেক্ট করে তারপর বাংলা ফন্ট সিলেক্ট করুন। আমি "Siyam Rupali ANSI" ব্যাবহার করেছি।
এইবার লিখুন বাংলা কোন সমস্যা ছাড়া।
Step 1:
আভ্র কীবোর্ডের "অ" লিখা আইকনে ক্লিক করুন তারপর "Option" এ যান।
Step 2:
তারপর "Global Output" এ গিয়ে "Output as ANSI (Experimental)" এ সিলেক্ট করে দিন। তারপর একটি "Pop Up" আসবে পাশে দেখুন। ঐটাই "Use ANSI anyway" অপশনে ক্লিক করে "Ok" চাপুন। তারপর ফটোশপে যান।
Step 3:
ফটোশপে "Text" টুল সিলেক্ট করে তারপর বাংলা ফন্ট সিলেক্ট করুন। আমি "Siyam Rupali ANSI" ব্যাবহার করেছি।
এইবার লিখুন বাংলা কোন সমস্যা ছাড়া।
বাংলা লিখার কাজ শেষ হলে আগের মতো করে দিন।
আর কোন সমস্যা দেখা দিলে কমেন্ট করে জানান।