News Ticker

Menu

Windows 7 Install & Disk Partitions Tutorial

উইন্ডোজ সেভেন ইন্সটল করা খুবই সহজ। তবুও অনেকে অনেক অপশন দেখে ভয় পেয়ে যাই। যাই হোক আজকে উইন্ডোজ সেভেন ইন্সটল কিভাবে করতে হয় এবং উইন্ডোজ সেভেনে ডিস্ক পার্টিশন কেমনে করতে হয় তা দেখব। চলুন তাহলে শুরু করা যাক।

Step 1:
কম্পিউটার ওপেন থাকা অবস্থাই উইন্ডোজ সেভেন এর DvD ঢুকান। তারপর কম্পিউটার রিস্টার্ট [Restart] দেন এবং কিবোর্ডের যে কোন একটি বোটম চাপতে থাকুন।  মূলত নিচের ছবি আসলে কিবোর্ডের যে কোন কি চাপতে হয়। তবুও যেহেতু এই বুত অপশন আসতে বেশি সময় নেই না তাই আগে থেকে চাপলে মিস হওয়ার সুযোগ থাকে না।
 যদি আপনার বুত অপশন ওপেন না থাকে তাহলে এই উইন্ডো আসবে না। তাহলে রিস্টার্ট দিয়ে বোট অপশন এ জান। অনেক কম্পিউটার এ বোট অপশন আলাদা আলাদা কি তে সেট করা থাকে। বেসিরভাগ "F2" তে থাকে। অতবা "Del" বা "Esc" তে থাকে।
ওপেন করার পর নিচের ছবির মতো "Removable Devices" এ গিয়ে "Enter" চাপুন।
তারপর নিচের ছবির মতো উইন্ডো আসবে। তখন আপনার কিছু করতে হবে না।
Step 2: 
নিচের মতো উইন্ডো আসলে ল্যাঙ্গুয়েজে ইংলিশ দিয়ে "Next" বোটমে চাপুন। নিচের ছবির মতোঃ
Step 3:
তারপর নিচের ছবির মতো "Install Now" ক্লিক করুণঃ
Step 4:
তারপর নিচের ছবির মতো "I Accept the License terms" এ মার্ক করে "Next" এ ক্লিক করুণ ।
Step 5 : 
তারপর "Custom (Advanced)" এ ক্লিক করুণ।
  • পার্টিশন করতে চাইলে নিচের স্টেপ গুলু অনুসরণ করুণঃ
  1. ডিস্ক সিলেক্ট করে Drive Options (advanced) অপশনে ক্লিক করুণ।

2.  তারপর নিচের ছবির মতো আসবে
3.  তারপর (Extend) এ ক্লিক করুণ। তারপর সাইজ টিক করে দিন এবং "Apply" চাপুন।
4.  তারপর সম্পূর্ণ হওয়ার মেসেজ আসবে।
Step 6:
যদি পার্টিশন করুণ তাহলে ফরমেটের দরকার নেই। আর যদি না করুণ তাহলে যে ড্রাইভে Setup দিবেন সেটি সিলেক্ট করে ফরম্যাট করুণ। এবং তারপর নিচের ছবির মতো "Next" চাপুন।

Step 7:
তারপর ২৫-৩০ মিনিট আপনার কিছু করা লাগবে না। কম্পিউটার ২ বার রিস্টার্ট নিবে।

Step 8:
তারপর কম্পিউটার নাম লিখুন। নিচের ছবির মতো উইন্ডো আসলে
Step 9:
তারপর পাসওয়ার্ড দিলে দিন আর না দিলে সমস্যা নেই। "Next" অপশনে ক্লিক করুণ
Step 10:
তারপর অ্যাক্টিভের জন্য কি চাইলে নিচের থাকা "Automatically active windows when I'm online" এ ক্লিক করে "Next" চাপুন।
Step 11:
তারপর নিচের ছবির মতো উইন্ডো আসলে "Ask Me Later" এ ক্লিক করুণ
Step 12:
টাইম আর তারিখ টিক করে নিন।
Step 13:
তারপর নিচের ছবির মতো আসলে "Public Network" করে দিন।
তারপর আপনার কাজ শেষ। আপনার কম্পিউটার রিস্টার্ট নিবে। এবং নিজে নিজে Preparing হবে।
আপনার কম্পিউটারের উইন্ডোজ ৭ (সেভেন) ইন্সটল শেষ। এখন ব্যাবহার করুণ মনের আনন্দে।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।আমিতো আছি :p

Share This:

Oneem Khan

I'm ONEEM. A full time web designer. I enjoy to make modern template. I love create Wordpress template and write about web design, blogger. Now I'm working with WordPress, Cpanel, Blogspot etc. You can contact me to create your own website at www.oneemkhan.blogspot.com and also visit : www.TroyMama.com

No Comment to " Windows 7 Install & Disk Partitions Tutorial "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM