News Ticker

Menu

Hack Nokia Symbian Phone [Example : E71, E63, E5, E72 etc]

নকিয়া সিম্বিয়ান হ্যাক কি...??
নকিয়া সিমবিয়ান হ্যাক করার মূল কারণ হচ্ছে যে সকল সফটওয়্যার ইন্সটল হয় না সেই সকল সফট ইন্সটল করানো।।
অনেক রকম পদ্ধতি অনুসরন করে হ্যাক করা যাই। আমি যেই পদ্ধতি অনুসরন করবো তা মূলত X-Plore দিয়ে করা হবে।

তাহলে শুরু করা হোক :-
Step 1 :-
প্রথমে নিচের লিংক থেকে X-Plore Installserver.exe ডাউনলোড করে নিন


ডাউনলোড করার পর X-Plore V.1.75.zip জিপ ফোল্ডার টি ওপেন করেন। দুটি ফাইল দেখবেন তার মধ্যে থেকে প্রথমে X-Plore টি ইন্সটল করেন তারপর Crack ফাইল টি ইন্সটল করেন।


Step 2 :-
ইন্সটল করা হলে তারপর অ্যাপ থেকে X-Plore ওপেন করেন।
মনে রাখবেন মেমোরি কার্ড যেন মোবাইল এর মধ্যে থাকে।। তারপর X-Plore থেকে মেমোরিতে একটি নিউ ফোল্ডার তৈরি করুণ, তৈরি করতে "E" এর উপর বার রেখে "F" চাপুন তারপর নাম লিখুন। তারপর ঐ ফোল্ডারের মধ্যে ".Sys" নামে একটি ফোল্ডার করেন। সামনে ডট দিতে ভুলবেন না। তারপর ঐ "ডট সিস" ফোল্ডারে আর একটি "Bin" নামে ফোল্ডার তৈরি করুণ।
আপনার সুবিধার্থে নিচে ছবি দেওয়া হল :-
1st step for hack symbian mobile
Step 3 :-
তারপর ঐ বিন "Bin" ফোল্ডারে ইন্সটল সার্ভার (Installserver.exe) ফাইল টি জিপ ফাইল থেকে আনজিপ করে নিন। X-Plore ব্যবহার করেও করতে পারবেন।। এক্স পলোর থেকে ইন্সটলসার্ভার ফাইল টি যেখানে ডাউনলোড করেছেন অইখানে জান। তারপর ফোল্ডারটি ওপেন করেন >> তারপর Installserver.exe এর উপর বার রেকে Menu>>File>>Extract To... তে ক্লিক করে তারপর বিন ফোল্ডারটি দেখিয়ে দিন। অথবা যে কোন যাইগাই এক্সট্রাক করে নিন। তারপর ঐ ফাইল টি তে বার রেখে "M" চাপুন আর "Bin" ফোল্ডারে  Past করুণ।
তাহলে নিচের ছবির মতো দেখাবে :-
2nd step for hack symbian mobile
Step 4 :-
তাহলে এখন ডট সিস ".Sys" ফোল্ডারে দুটি জিনিস আছে। এখন আপনি নিউ ফোল্ডার থেকে ডট সিস ফোল্ডার টি "C:" ড্রাইভে মুভ  করেন। এর জন্য ".Sys" ফোল্ডারটির উপর বার রেখে "M" চাপুন আর "C:" তে বার নিয়ে গিয়ে "OK" চাপুন।
নিচের ছবিতে ".Sys" ফোল্ডারে বার রাখার দৃশ্য দেওয়া হল :-
3rd step for hack symbian mobile
তারপর "M" চেপে "C:" তে বার রাখার দৃশ্য :-
Move file folder to another file using x-plore shortcut
এখন "Ok" চাপুন।

Step 5 :-
এখন "C:" ওপেন করে দেখুন ".Sys" ফোল্ডারটি অদৃশ্য হয়েছে নাকি।। অথবা আপনি "SYS" নামে একটি ফোল্ডার দেখতে পাবেন যার সামনে ডট (.) নেই। যদি ডট সিস (.Sys) অদৃশ্য হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার মোবাইল হ্যাক হয়েছে। আর যদি ফোল্ডার টি দেখা যাই তাহলে বুঝবেন এই পদ্ধতিতে আপনার মোবাইল হ্যাক হবে না।।

হ্যাক হওয়ার পর আপনার ফোন মেমোরি (C:) যেমনটি দেখাবে তার একটি ছবি দেওয়া হল :-
symbian mobile after completing hack look like
আশা করে হ্যাক হয়ে যাবে। না হলে ফোন মডেল আর ফোনে *#০০০০# চেপে সফট ভার্সন সহ ম্যানসন করে জানাবেন।।

হ্যাক না হলেও এই X-Plore দিয়ে অনেক কিছু করতে পারবেন।। যেমন :
  • মেসেজে আশা ছবি, গান, সফট,ভিডিও,অডিও ইত্যাদি আপনার মোবাইলের যে কোন মেমোরিতে নিয়ে আসতে পারবেন । তার জন্য "X" চাপুন।
  • ফোল্ডার হাইড করতে পারবেন। এতে ফোল্ডারে থাকা সব জিনিস হাইড হয়ে যাবে। তার জন্য যে ফোল্ডার অথবা ফাইল হাইড করতে চান তার উপর বার রেখে "T" চাপুন। যদি তার পরও ফাইল গুলা শো করে তাহলে মোবাইল "Restart" করলে টিক হয়ে যাবে।
  • সফট বা ফোল্ডার বা যে কোন জিনিস একসাথে ব্লুটুথের মাধ্যমে সেন্ড করতে পারবেন। তার জন্য "Space" বাটন চেপে ফাইল মার্ক করে তারপর "Call" বাটনে ক্লিক করলে ব্লুটুথ ডিভাইস আসবে। তারপরের কাজটা আপনি নিজে করতে পারবেন ।। হাহা
  • সহজে জিপ (.zip) ফাইল বানাতে বা খুলতে পারবেন। খুলাটা তো সিখে গেছেন "Step 3" এ । আশা করে নিউ নিজ থেকে করতেও পারবেন।হাহা
  • আর কোন কিছু মোবাইলের ডিফল্টভাবে খুলতে চাইলে ফাইলটির উপর বার রেখে Menu>>File>>Open By System ক্লিক করলে হয়ে যাবে। এটি জাভা সফট ইন্সটল করানোর ক্ষেত্রে বেশ কাজে দিবে। 
  • এমন আরও অনেক কিছু এসে যা এখন মনে আসছে না।। আপনি নিজে গেটে দেখুন বা Google মামাতো আছে ।।

Share This:

Oneem Khan

I'm ONEEM. A full time web designer. I enjoy to make modern template. I love create Wordpress template and write about web design, blogger. Now I'm working with WordPress, Cpanel, Blogspot etc. You can contact me to create your own website at www.oneemkhan.blogspot.com and also visit : www.TroyMama.com

No Comment to " Hack Nokia Symbian Phone [Example : E71, E63, E5, E72 etc] "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM