By
oneem
-
Thursday, May 30, 2013
-
1
Comment
আমি এখানে আপনাদেরকে আজ দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করবেন ।
১.প্রথমে windows key এবং R চাপুন বা Run এ গিয়ে cmd লেখুন ।

২.এখন কাল রঙের একটা Window আসবে ।

৩. এখন লেখুন diskpart তারপর Enter চাপুন

৪. তারপর list volume লিখুন এবং Enter চাপুন । এখানে আপনার সব ড্রাইভের লিস্ট আপনাকে দেখাবে ।

৫.এখন আপনি যদি volume D হাইড করতে চান তাহলে লিখুন select volume D । এর অর্থ হল আপনার volume D সিলেক্ট হইছে ।

৬. এখন লিখুন remove letter D । ব্যাস কাজ শেষ আপনি PC restart করুন। দেখেবন আপনার D drive টা নাই । এখন বলি কিভাবে আপনার D ড্রাইভ আবার পাবেন ।
এখন আবার ১,২,৩,৪,৫ পর্যন্ত শব পদক্ষেপ একই ভাবে করুন
। অর্থাৎ Click Start –> Run –> cmd –> Then type diskpart – list volume – select volume E।
তার পর লিখুন assign letter D

ব্যাস কাজ শেষ এখন PC restart করুন । দেখেন আপনার ড্রাইভে পেয়ে গেছেন ।
এত ঝামেলায় না গিয়ে just একটা software দিয়েও এটা করা যায় । কারো লাগলে আমাকে জানাবেন দিয়ে দেব ।
আরেকটা বিষয় । এটা কিন্তু তারাই করবেন যারা
CMD mood এ আগে কাজ করেছেন ।
Share This:
Oneem Khan
I'm ONEEM. A full time web designer. I enjoy to make modern template. I love create Wordpress template and write about web design, blogger. Now I'm working with WordPress, Cpanel, Blogspot etc. You can contact me to create your own website at www.oneemkhan.blogspot.com and also visit : www.TroyMama.com

ReplyDelete