By
oneem
-
Wednesday, July 3, 2013
-
No Comments
- Big Bang - "সত্য প্রত্যাখানকারীরা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলি ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে; অত:পর আমি উভয়কে পৃথক করে দিলাম" (আম্বিয়া : ৩০)
- সম্প্রসারণশীল মহাবিশ্ব - "আমি আকাশ নির্মান করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা-সম্প্রসারণকারী" (সূরা জারিয়াত : ৪৭)
- Black holes - "আমি শপথ করছি সেই জায়গার যেখানে তারকারাজি পতিত হয়। নিশ্চয়ই এটা একটা মহাসত্য, যদি তোমরা তা জানতে।" (সূরা ওয়াক্বিয়া : ৭৫, ৭৬)
- Relativity - "ফেরেশতারা আর রুহেরা আল্লাহর দিকে উর্ধগামী হয়, এমন একদিনে যাহার পরিমান একহাজার বছরের সমান।" (সূরা মায়ারিজ : ৪), "তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কার্য পরিচালনা করেন, অত:পর তা তার কাছে পৌছবে এমন এক দিনে, যাহার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান"। (সূরা সেজদাহ : ৫)
- পর্বত পেরেকের ন্যায় কাজ করে - "আমি কি করিনি ভূমিকে বিস্তৃত এবং পর্বতমালাকে পেরেকের মত করে" (সূরা নাবা: ৬,৭)
- গর্ভাবস্থায় শিশুর পেশি ও হাড়ের গঠন - "এর পর আমি শুক্রবিন্দুকে জমাটরক্তবিন্দুতে পরিনত করেছি, অত:পর জমাট রক্তকে মাংষপিন্ডে অত:পর সেই পিন্ডকে হাড়-এ আর তারপর সে হাড়কে মাংসপেশী দ্বারা সজ্জিত করি। এবং এরপর তাকে একটি নতুন সৃষ্টিতে রুপান্তরিত করি, আল্লাহতায়ালার আর্শিবাদ দ্বারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রূপে। নিপুনতম সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা কত কল্যানময়।" (সূরা মুমিনুন : ১২-১৪)
নাস্তিকেরা বিজ্ঞানের আশ্রয় নেন এটা প্রমাণ করার জন্য যে সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই । অথচ এই বিজ্ঞান সম্পর্কেই আইনস্টাইন বলেছেন, "Science without religion is lame, religion without science is blind"
। তবে কি অবিশ্বাসীরা বলবেন আইনস্টাইন বিজ্ঞান বোঝেন না ?
তারা নিজেদের অনেক বুদ্ধিদীপ্ত ও স্মার্ট ভাবেন। কিন্তু আমরা জানি,
জেগে জেগে যে ঘুমায়,
তাকে জাগ্রত করা যায়না।
Share This:
Oneem Khan
I'm ONEEM. A full time web designer. I enjoy to make modern template. I love create Wordpress template and write about web design, blogger. Now I'm working with WordPress, Cpanel, Blogspot etc. You can contact me to create your own website at www.oneemkhan.blogspot.com and also visit : www.TroyMama.com
No Comment to " যে কথাগুলো আজ বিজ্ঞান বলে, সেগুলো ১৪০০ বছর আগেই বলা হয়েছে পবিত্র কোরআনে। দেখে নিন তাহলে :- "