News Ticker

Menu
Previous
Next

Latest Post

আজব সব তথ্য

Business

Technology

Lifestyle

Sports

Recent Posts

TroyMama.com Sitemap

Tuesday, October 29, 2013 /


জেনে নিন জিপি সিম দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট চালাবেন কিভাবে

Tuesday, August 27, 2013 / No Comments
গ্রামীণফোন ফ্রি নেট নিয়ে এটিই আমার শেষ টিউন।এরপর ফ্রি নেট বন্ধ হলে আমি আর নতুন টিপস নিয়ে শেয়ার করবো না।

হাই! আমি টিজে গেমওয়ালা! আমি মূলত গেম নিয়ে টিউন করি এই ব্লগে। তবে ইদানিং জিপি ফ্রি নেট নিয়ে পোষ্ট করছি ধারাবাহিক ভাবে। একটা কথা পরিস্কার করে বলে রাখছি, ভাই আমিও আপনাদের মতোই একজন সাধারণ নেট ইউজার, নেট সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এই টিপসগুলো আমি বিভিন্ন জায়গা হতে এনে জোড়া দিয়েছি মাত্র এবং আমার কাজ এখানে শুধুমাত্র স্পিডি প্রোক্সি দেওয়া!!! তাই আমাকে এইসব ফ্রি নেট এর বস বলবেন না ।
কিছুদিন আগে রানা ভাই মোবাইলের জন্য অপেরা মিনি নতুন করে দেবার পর তারপরের দিনই গ্রামীণফোন কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এবং পিসিতে ব্যবহার করার জন্য gpmms সেটিং করে দেয়!! আসলে এবার তো কোনো আলাদা করে প্রোক্সি দেওয়া হয়নি সরাসরি জিপিএমএমএস সিলেক্ট করা হয়েছে তাই গ্রামীণফোন gpmms টি ডিলেট করতে পারে নি, কারণ এটি বন্ধ করে দিলে গ্রামীণফোন নেটওর্য়াক এর এমএমএস ব্যবস্থাটিই বন্ধ হয়ে যাবে!! তার মানে এই পদ্ধতিতে অনেকদিন পযর্ন্ত ফ্রি নেট ব্যবহার করা যাবে।
তবে আর শান্তি মতো ব্যবহার করতে দিল না!!! আমার ওই পোষ্টের দুই দিনের মাথায় গ্রামীণফোন এমএমএস নেটওর্য়াক কে ৪ মিনিট ৩৬ সেকেন্ডে লিমিট করে দেয়। মানে প্রায় ৫ মিনিট পর পর নেট অটো ডিসকানেন্ট হয়ে যাবে!! গ্রামীণফোন ভেবেছে যে একটি এমএমএস পাঠাতে ৫ মিনিট এর বেশি সময় লাগে না!! তবে আমি আজ এর সমাধান এনেছি।
গ্রামীণফোন সরকার এর কাছ থেকে ১ গিগাবাইট ডাটা ১৪ টাকায় (১৩ টাকা ৪৪ পয়সা) কিনে। এবং তা আমাদের কাছে ৩৪৫/= টাকায় বিক্রি করে!!! ওরে!!! তাই এই উচ্চ মূল্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। ভারতে গ্রামীণফোন (টেলিনর) ১জিবি ডাটা ৩৪ রুপিতে গ্রাহকদের দিচ্ছে। শুধু বাংলাদেশকেই ঠকাবে নাকি!!!
আপনারা নেট ঘাটলে দেখবেন যে, ভারতে এয়ারটেল এর ফ্রি নেট গ্রাহকেরা প্রায় কয়েক বছর ধরে ব্যবহার করছে, তাহলে এয়ারটেল ভারতে ফ্রি নেট বন্ধ করে দেয় না কেন!! কারণ এই ফ্রি নেট এর দরুণ এয়ারটেল অনেক গ্রাহক তাদের নেটওয়ার্কে যুক্ত করতে পেরেছে, বন্ধ করে দিলে এই গ্রাহক গুলোকে হারাবে তারা।
আর বাংলাদেশে গ্রামীণফোন ফ্রি নেট বন্ধ করে দিতে সাহস পায় কারণ গ্রামীণফোন এর মতো নেট স্পিড অন্য কোনো সিম কোম্পানিতে নেই বলে!!! যাই হোক!
ইন্টারনেটের দাম কমাতে হলে আমাদেরকে আন্দোলন এর ডাক দিতে হবে। ১জিবি প্যাক ১০০ টাকা ভ্যাট সহ যদি নির্ধারণ করা হয় তাহলে ফ্রি নেট এর দিকে মানুষ তাকাবেও না!
এবার Post-এ আসি:
প্রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।
এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।
৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।
এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -
জিপি মোডেম সেটিং:
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস > অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****


এখন আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নিচের লেখায় ক্লিক করে সরাসরি ডাউনলোড দিন:
১। প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট,
২। অটো ডায়ালার - সাইজ ৪০০ কিলোবাইট।
প্রোক্সিমাইজ:
প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না।
স্টেপস:
১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
৩। উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।

৪। একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।


৫। এখানে এড্রেস বারে লিখুন ১০.১২৮.০০১.০০২ এবং Port বক্সে লিখুন ৮০৮০, প্রোটোকল HTTP নির্বাচন করে বেরিয়ে আসুন। CLICK OK


এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, (মিনিমাইজ করে রাখবেন নেট ব্যবহারের সময় এই দুটি সফট)
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
ডাউনলোড এর জন্য আইডিএম ব্যবহার করুন।



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহারের নিয়ম:
আইডিএম ওপেন করে অপশন বারে ক্লিক করুন, সেখান থেকে প্রোক্সি সেটিং এ যান। এখানে Https বক্সে ১০.১২৮.০০১.০০২ এবং পোট ৮০৮০ লিখুন। ব্যবহারে সমস্যা হলে Http বক্সেও লিখতে পারেন।



এবার সরাসরি ডাউনলোড করুন!!!


টরেন্ট ব্যবহারের নিয়ম:
১। যেকোনো টরেন্ট সফট যেমন ইউ টরেন্ট  ওপেন করুন, সেখান থেকে অপশন>পেফারেন্স এ যান।



২। প্রেফারেন্স ডায়ালগ বক্স থেকে কানেকশনস অপশনে ক্লিক করুন।

৩। এখানে প্রোক্সি টাইপ বক্সে HTTPS নির্বাচন করুন। এরপর প্রোক্সি ঘরে লিখুন 10.128.001.002 এবং পোট ৮০৮০।


নিচের use proxy server to peer-to-peer connection বক্সে টিক চিহ্ন দিতে পারেন যদি কাজ না করে বৈকি!
৪। এবার টরেন্ট ডাউনলোড শুরু করুন।

এন্টিভাইরাস আপডেট:
এই পদ্ধতিতে ওই সকল এন্টিভাইরাস আপডেট করা যাবে তাদের আলাদা প্রোক্সি সেটিং থাকে। যেমনটি এই এ্যাভাস্ট এন্টিভাইরাস।
১। এ্যাভাস্ট এন্টিভাইরাস সফট ওপেন করুন, সেটিংস অপশনে ক্লিক করুন:


২। সেটিংস ডায়ালগ বক্স আসবে, এখানে আপডেট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে যান।


৩। নিচের দিকে প্রোক্সি সেটিং অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে। এরপর নিচের ছবির মতো সেটিং করে বেরিয়ে আসুন।


এবার প্রয়োজন মতো আপডেট দিন।



Tags :
GP Free Internet, Use Free Internet on your PC Using GP SIM

Write Bangla on Photoshop Using Avro Keyboard

Thursday, July 25, 2013 / 1 Comment
আভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখতে গেলে আ-কার,ই-কার ইত্যাদি উলটা পাল্টা হয়ে যাই। আসুন ঐ সমস্যার সমাধান করি খুবই সহজে।

Step 1:
আভ্র কীবোর্ডের "অ" লিখা আইকনে ক্লিক করুন তারপর "Option" এ যান।
















Step 2:

তারপর "Global Output" এ গিয়ে "Output as ANSI (Experimental)" এ সিলেক্ট করে দিন। তারপর একটি "Pop Up" আসবে পাশে দেখুন। ঐটাই "Use ANSI anyway" অপশনে ক্লিক করে "Ok" চাপুন। তারপর ফটোশপে যান।
Step 3:
ফটোশপে "Text" টুল সিলেক্ট করে তারপর বাংলা ফন্ট সিলেক্ট করুন। আমি "Siyam Rupali ANSI" ব্যাবহার করেছি।
এইবার লিখুন বাংলা কোন সমস্যা ছাড়া।

বাংলা লিখার কাজ শেষ হলে আগের মতো করে দিন।

আর কোন সমস্যা দেখা দিলে কমেন্ট করে জানান।

Info Time : The Real Info

Wednesday, July 24, 2013 / 1 Comment

পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে।
অবশ্য হায়নারাও হাসির মতো শব্দ করে,
কিন্তুহাসির মর্ম শুধু মানুষই বুঝে।

ঘোড়ার নাকের ফুটো দুটো শুধু যেআকারেই
বড় তা নয়, ওদের রয়েছে অসাধারণ
ঘ্রাণশক্তি।

আমরা জানি প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়
নীল তিমি। আর এই নীল তিমিই প্রাণীদের
মধ্যে সবচেয়ে জোড়ে শব্দ করতে পারে।
ওরা পরস্পরের মধ্যে ভাববিনিময়েরসময়
যে শিস দেয়, সেটা প্রায় ৫৩০ মাইল দূর
থেকেও শোনা যায়।

ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়।


একটি জলহস্তি চাইলে পানিরনিচে ৩০
মিনিট পর্যন্ত দম বন্ধ করে থাকতেপারে

ইংরেজি অনুবাদ হতে সাবধান !!!

Friday, July 19, 2013 / No Comments





শিক্ষকঃ বল্টু তুমি ইংরেজিতে অনুবাদ কর দেখি "মাখন লাল সরকার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মামা ছিলেন।"

বল্টুঃ "Butter Red Government Was The Double Mother Of God Moon Education Sea"

সিক্ষকঃ আজ্ঞান হয়ে গেলেন

CSS ব্যাবহার করে গোলাকার কোনা ছবি ব্যাবহার করুণ ব্লগে

Sunday, July 14, 2013 / No Comments

ব্লগার অ্যাকাউন্টে লগিন করুণ তারপর Template >> Customize >> Advanced এ গিয়ে নিচের কোড গুলু কপি করে পাস্ত করুণঃ-

যদি নিদিষ্ট কোন ছবি করতে চান তাহলে নিচের কোড গুলু কপি পাস্ত করে সেভ করুণ। এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুনঃ-

Windows 7 Install & Disk Partitions Tutorial

Thursday, July 11, 2013 / No Comments
উইন্ডোজ সেভেন ইন্সটল করা খুবই সহজ। তবুও অনেকে অনেক অপশন দেখে ভয় পেয়ে যাই। যাই হোক আজকে উইন্ডোজ সেভেন ইন্সটল কিভাবে করতে হয় এবং উইন্ডোজ সেভেনে ডিস্ক পার্টিশন কেমনে করতে হয় তা দেখব। চলুন তাহলে শুরু করা যাক।

Step 1:
কম্পিউটার ওপেন থাকা অবস্থাই উইন্ডোজ সেভেন এর DvD ঢুকান। তারপর কম্পিউটার রিস্টার্ট [Restart] দেন এবং কিবোর্ডের যে কোন একটি বোটম চাপতে থাকুন।  মূলত নিচের ছবি আসলে কিবোর্ডের যে কোন কি চাপতে হয়। তবুও যেহেতু এই বুত অপশন আসতে বেশি সময় নেই না তাই আগে থেকে চাপলে মিস হওয়ার সুযোগ থাকে না।
 যদি আপনার বুত অপশন ওপেন না থাকে তাহলে এই উইন্ডো আসবে না। তাহলে রিস্টার্ট দিয়ে বোট অপশন এ জান। অনেক কম্পিউটার এ বোট অপশন আলাদা আলাদা কি তে সেট করা থাকে। বেসিরভাগ "F2" তে থাকে। অতবা "Del" বা "Esc" তে থাকে।
ওপেন করার পর নিচের ছবির মতো "Removable Devices" এ গিয়ে "Enter" চাপুন।
তারপর নিচের ছবির মতো উইন্ডো আসবে। তখন আপনার কিছু করতে হবে না।
Step 2: 
নিচের মতো উইন্ডো আসলে ল্যাঙ্গুয়েজে ইংলিশ দিয়ে "Next" বোটমে চাপুন। নিচের ছবির মতোঃ
Step 3:
তারপর নিচের ছবির মতো "Install Now" ক্লিক করুণঃ
Step 4:
তারপর নিচের ছবির মতো "I Accept the License terms" এ মার্ক করে "Next" এ ক্লিক করুণ ।
Step 5 : 
তারপর "Custom (Advanced)" এ ক্লিক করুণ।
  • পার্টিশন করতে চাইলে নিচের স্টেপ গুলু অনুসরণ করুণঃ
  1. ডিস্ক সিলেক্ট করে Drive Options (advanced) অপশনে ক্লিক করুণ।

2.  তারপর নিচের ছবির মতো আসবে
3.  তারপর (Extend) এ ক্লিক করুণ। তারপর সাইজ টিক করে দিন এবং "Apply" চাপুন।
4.  তারপর সম্পূর্ণ হওয়ার মেসেজ আসবে।
Step 6:
যদি পার্টিশন করুণ তাহলে ফরমেটের দরকার নেই। আর যদি না করুণ তাহলে যে ড্রাইভে Setup দিবেন সেটি সিলেক্ট করে ফরম্যাট করুণ। এবং তারপর নিচের ছবির মতো "Next" চাপুন।

Step 7:
তারপর ২৫-৩০ মিনিট আপনার কিছু করা লাগবে না। কম্পিউটার ২ বার রিস্টার্ট নিবে।

Step 8:
তারপর কম্পিউটার নাম লিখুন। নিচের ছবির মতো উইন্ডো আসলে
Step 9:
তারপর পাসওয়ার্ড দিলে দিন আর না দিলে সমস্যা নেই। "Next" অপশনে ক্লিক করুণ
Step 10:
তারপর অ্যাক্টিভের জন্য কি চাইলে নিচের থাকা "Automatically active windows when I'm online" এ ক্লিক করে "Next" চাপুন।
Step 11:
তারপর নিচের ছবির মতো উইন্ডো আসলে "Ask Me Later" এ ক্লিক করুণ
Step 12:
টাইম আর তারিখ টিক করে নিন।
Step 13:
তারপর নিচের ছবির মতো আসলে "Public Network" করে দিন।
তারপর আপনার কাজ শেষ। আপনার কম্পিউটার রিস্টার্ট নিবে। এবং নিজে নিজে Preparing হবে।
আপনার কম্পিউটারের উইন্ডোজ ৭ (সেভেন) ইন্সটল শেষ। এখন ব্যাবহার করুণ মনের আনন্দে।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।আমিতো আছি :p