News Ticker

Menu

মহান আল্লাহ্ পাকের পবিত্র ৯৯ নাম ও নামের অর্থ

আল্লাহ্ পাকের মহা পবিত্র ৯৯ নাম ও

নামের অর্থঃ আশা করি সবাই পড়বেন
99 name of Allah and Details
১. আল্লাহ্

২. আর রহিম--> পরম দয়ালু।

৩. আর রহমান-->পরম দয়াময়।
৪. আল জাব্বার-->পরাক্রমশীল।
৫. আল আযিয-->প্রবল।
৬. আল মুহায়মিন--> রক্ষন ব্যবস্থাকারী।
৭. আল মুমিন--> নিরাপত্তা বিধায়ক।
৮. আস সালাম--> শান্তি বিধায়ক।

৯. আল কুদ্দুস--> নিষ্কলুষ।

১০. আল মালিক--> সর্বাধিকারী।

১১. আল ওয়াহহাব--> মহাবদান্য।
১২. আল কাহহার--> মহাপরাক্রান্ত।
১৩. আল গাফফার--> মহাক্ষমাশীল।
১৪. আল মুসাওবির--> রূপদানকারী।
১৫. আল বারী--> উন্মেষকারী।
১৬. আল খালিক--> সৃষ্টিকর্তা।
১৭. আল মুতাকাব্বির--> অহংকারের ন্যায্য অধিকারী।
১৮. আর রাফি--> উন্নয়নকারী।
১৯. আল খাফিদ--> অবনমনকারী।
২০. আল বাসিত--> সম্প্রসারণকারী।
২১. আল কাবিদ--> সংকোচনকারী।
২২. আল আলীম--> মহাজ্ঞানী।
২৩. আল ফাত্তাহ--> মহাবিজয়ী।
২৪. আর রাজ্জাক--> জীবিকাদাতা।
২৫. আল লাতীফ--> সূক্ষ্ণ দক্ষতাসম্পন্ন।
২৬. আল আদল--> ন্যায়নিষ্ঠ।
২৭. আল হাকাম--> মিমাংসাকারী।
২৮. আল বাসির--> সর্বদ্রষ্টা।
২৯. আস সামী--> সর্বশ্রোতা।
৩০. আল মুযিল্ল--> হতমানকারী।
৩১. আল মুইয্য--> সম্মানদাতা।
৩২. আল কাবীর--> বিরাট/ মহৎ।
৩৩. আল আলী--> অত্যুচ্চ।
৩৪. আশ শকুর--> গুণগ্রাহী।
৩৫. আল গাফুর--> ক্ষমাশীল।
৩৬. আল আজীম--> মহিমাময়।
৩৭. আল হালীম--> সহিষ্ণু।
৩৮. আল খাবীর--> সর্বজ্ঞ।
৩৯. আল মুজিব--> প্রার্থনা গ্রহণকারী।
৪০. আর রাকীব--> নিরীক্ষণকারী।
৪১. আল কারীম--> মহামান্য।
৪২. আল হাসীব--> মহা পরিক্ষক।
৪৩. আল মুকিত--> আহার্যদাতা।
৪৪. আল হাফীজ--> মহা রক্ষক।
৪৫. আল হাক্ক--> সত্য।
৪৬. আশ শাহীদ--> প্রত্যক্ষকারী।
৪৭. আল বাঈছ--> পুনরুথানকারী।
৪৮. আল মাজীদ--> গৌরবময়।
৪৯. আল জালিল--> প্রতাপশালী।
৫০. আল ওয়াদুদ-->প্রেমময়।
৫১. আল হাকীম--> বিচক্ষণ।
৫২. আল মুবদী--> আদি স্রষ্টা।
৫৩. আল মুহসী--> হিসাব গ্রহণকারী।
৫৪. আল হামীদ--> প্রশংসিত।
৫৫. আল ওয়ালী--> অভিভাবক।
৫৬. আল মাতীন--> দৃঢ়তা সম্পন্ন।
৫৭. আল কাবী--> শক্তিশালী।
৫৮. আল ওয়াকীল--> তত্ত্বাবধায়ক।
৫৯. আল মাজিদ--> মহান।
৬০. আল ওয়াজিদ--> অবধারক।
৬১. আল কায়্যুম--> স্বয়ং স্থিতিশীল।
৬২. আল হায়্যু--> জীবিত।
৬৩. আল মুমীত--> মরণদাতা।
৬৪. আল মুহয়ী--> জীবনদাতা।
৬৫. আল মুঈদ--> পুনঃসৃষ্টিকারী।
৬৬. আল আওয়াল--> অনাদী।
৬৭. আল মুয়াখখির--> পশ্চাদবর্ত্তীকারী।
৬৮. আল মুকাদ্দিম--> অগ্রবর্ত্তীকারী।
৬৯. আল মুক্তাদির--> প্রবল/ পরাক্রম।
৭০. আল কাদীর--> শক্তিশালী।
৭১. আস সামাদ--> অভাবমুক্ত।
৭২. আল ওয়াসি--> সর্বব্যাপী।
৭৩. আল ওয়াহিদ--> একক।
৭৪. আত তাওয়াব--> তওবা গ্রহণকারী।
৭৫. আল বার্র--> ন্যায়বান।
৭৬. আল মুতা’আলী--> সুউচ্চ।
৭৭. আল ওয়ালী--> কার্য্য নির্বাহক।
৭৮. আল বাতিন--> গুপ্ত।
৭৯. আল জাহির--> প্রকাশ্য।
৮০. আল আখির--> অনন্ত।
৮১. আল মুকসিত--> ন্যায়পরায়ণ।
৮২. যুল জালাল ওয়াল ইকরাম-->
মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ।
৮৩. মালিকুল মুলক--> রাজ্যের মালিক।
৮৪. আর রাউফ--> কোমল হৃদয়।
৮৫. আল মুনতাকিম--> প্রতিশোধ গ্রহণকারী।
৮৬. আল হাদী--> পথ প্রদর্শক।
৮৭. আন নাফি--> কল্যাণকর্তা।
৮৮. আদ দারর--> (তাগুতের) অকল্যাণকর্তা।
৮৯. আল মানি--> প্রতিরোধকারী।
৯০. আল মুগনি--> অভাব মোচনকারী।
৯১. আল গানী--> সম্পদশালী।
৯২. আল জামি--> একত্রীকরণকারী।
৯৩. আস সাবুর--> ধৈর্য্যশীল।
৯৪. আল রাশীদ--> সত্যদর্শী।
৯৫. আল ওয়ারিছ--> উত্তরাধিকারী।
৯৬. আল আফউ--> ক্ষমাকারী।
৯৭. আল বাকী--> চিরস্থায়ী।
৯৮. আল বাদী--> অভিনব সৃষ্টিকারী।
৯৯. আন নূর--> জ্যোতি।


সূত্রঃ সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ-(১ম খন্ড)-পৃষ্ঠা ৭৭, ই.ফা.বা.


বিঃদ্রঃ- টাইপিং এর ভুল-ত্রুটি আল্লাহ্ পাক
ক্ষমা করবেন বলে আশা রাখি। নিশ্চয়ই
তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু।

Share This:

Oneem Khan

I'm ONEEM. A full time web designer. I enjoy to make modern template. I love create Wordpress template and write about web design, blogger. Now I'm working with WordPress, Cpanel, Blogspot etc. You can contact me to create your own website at www.oneemkhan.blogspot.com and also visit : www.TroyMama.com

No Comment to " মহান আল্লাহ্ পাকের পবিত্র ৯৯ নাম ও নামের অর্থ "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM